চট্টগ্রামপ্রশাসনরাজনীতি

চন্দনাইশ পটিয়া সফরে ডিসির বার্তা, মানবিক প্রশাসন গড়তেই আমাদের পরিবর্তন

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা এমন প্রশাসন চাই, যেখানে সিস্টেমই চলবে নিজের নিয়মে,কেউ তা ব্যক্তিস্বার্থে পরিচালনা করতে পারবে না। সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী চন্দনাইশ ও পটিয়া উপজেলা পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

সকালে চন্দনাইশ থানা পরিদর্শন দিয়ে সফর শুরু করেন জেলা প্রশাসক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং উন্নয়ন কর্মকাণ্ড এসব বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বিভিন্ন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল, ৬ জনকে সুবর্ণ নাগরিক কার্ড, ১০ কৃষকের মাঝে সার বীজ, ৪০ এতিম শিশুর মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধন করা হয় উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনও।

চন্দনাইশের পর জেলা প্রশাসক পটিয়া উপজেলা পরিদর্শন করেন। সেখানে ইউএনও কার্যালয়, থানা ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন তিনি। পটিয়া থানায় অস্ত্রাগার পরিদর্শন ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ যাচাই করেন। পরে এক মতবিনিময় সভায় তিনি সেবা প্রদানে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন।

ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদান, কৃষকদের মাঝে রবি প্রণোদনার সার বীজ বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে চেক বিতরণ, সরকারি শিশু পরিবারের কিশোরদের মাঝে ক্রীড়া উপকরণ প্রদান এবং হাবিলাসদ্বীপ সরকারি শিশু পরিবারের খেলার মাঠ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সব মিলিয়ে ব্যস্ত দিন কাটান জেলা প্রশাসক।

সফরসঙ্গে ছিলেন চন্দনাইশের ইউএনও মো. রাজিব হোসেন, পটিয়ার ইউএনও ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার ওসি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নির্বাচনী সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button