
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :আজ ১০ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস । ময়মনসিংহ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ দিবসটির শুরুতেই নগরীরছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করে বেলুন ও কবুতর উড়িয়ে মুক্ত দিবস-২০২৫ উদযাপন করা হয়।
এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রেজা মোঃ গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহওরাদ্দি,কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর নাজমূস সাকিব।জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



