অন্যান্যদুর্নীতিদেশবরিশাল বিভাগবাংলাদেশ

গৌরনদীতে এনজিওদের কাছ থেকে উপজেলা প্রশাসনের চাঁদা দাবির অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ ইয়াদুল ইসলাম: বরিশালের গৌরনদী উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) প্রধানদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো. কবির হোসেন একাধিক এনজিও প্রতিনিধিকে ফোন করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এমন একটি ফোনালাপের অডিও রেকর্ড সময়ের কণ্ঠস্বরের হাতে এসেছে।

ভুক্তভোগী এনজিও প্রতিনিধিরা জানান, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। এমনকি টাকা না দিলে এনজিও কার্যক্রমে বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, এনজিও সমন্বয় কমিটির মাধ্যমে সরকারিভাবে অনুষ্ঠানের আয়োজনের নিয়ম থাকলেও এ বছর প্রায় ২৫ থেকে ২৭টি এনজিওর কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিবছর সরকারিভাবে বিজয় দিবসের জন্য মাত্র ৫০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অতিরিক্ত খরচের কথা বলে নিয়মিতভাবেই এনজিওদের কাছ থেকে চাঁদা তোলা হয়।

টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু বলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে অর্থ প্রদানের কথা বলে আমাকে ফোন করা হয়েছে। ইউএনও অফিসে এসে টাকা দিতে বলা হয়।

অভিযোগের বিষয়ে গৌরনদী উপজেলা প্রশাসনের নাজির মো. কবির হোসেন বলেন, সরকার মাত্র ৫০ হাজার টাকা দেয়। এ টাকায় অনুষ্ঠান হয় না। আমাদের অনুষ্ঠান করতে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার মতামত পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button