নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতের দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। আগুনের ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়লে ভবনটি থেকে এখন পর্যন্ত ৪২ জনকে নিরাপদে উদ্ধার করে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের সংবাদ পায় তারা। খবর পাওয়ার মাত্র ৮ মিনিটের মাথায়, ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ার কারণে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগানগর বাবুবাজার ব্রিজের পাশে অবস্থিত ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে কাপড় ও বৈদ্যুতিক তারের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা মো. সুমন মিয়া জানান, ‘জাবালে নূর টাওয়ার’ নামের ওই ভবনটির আন্ডারগ্রাউন্ডে শীতের পোশাকের বিশাল মজুদ ছিল। ভবনটির মালিক স্থানীয় ব্যবসায়ী হাজি ফারুক হোসেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী বলে এলাকায় পরিচিত। তবে অগ্নিকাণ্ডের পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত বঙ্গবাজার ফায়ার স্টেশনের লিডার হেমায়েত মোল্লা বলেন, ‘‘আমরা দ্রুততম সময়ে পৌঁছে কাজ শুরু করি। ভেতরে আটকা পড়া ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক জানান, ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনারকে (ভূমি/এসিল্যান্ড) প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত), ফায়ার সার্ভিসের প্রতিনিধি, কলকারখানা পরিদর্শক এবং উপজেলা প্রকৌশলীকে।



