নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পা রাখবেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানাল বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, মা বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, দেশের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখেই তিনি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছর তিনি বিদেশের মাটিতে ছিলেন এবং এক যুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথে থাকা সকল বাধা দূর হবে।’’
দলীয় সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে ‘বিশেষ নিরাপত্তা’ দেওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। দেশে ফেরার পর তিনি গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’ এবং এর পাশের আরেকটি বাড়িতে অবস্থান করবেন। এর আগে সরকারের পক্ষ থেকে তাকে ট্রাভেল পাস দেওয়ার কথাও জানানো হয়েছিল।
২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় গ্রেফতার ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান। সেই থেকে তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন। ২০১৮ সালে মা খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে প্রবাসে থেকেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার সাজা বাতিল ও অব্যাহতি পাওয়ার পর থেকেই তার ফেরার পথ সুগম হয়।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকরা তার সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী।
প্রিয় নেতাকে বরণ করে নিতে ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকায় জনসমুদ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘‘তারেক রহমান এখন সর্বজনীন নেতা। তার ফেরার দিনটি ইতিহাস হয়ে থাকবে।’’ মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, ওইদিন নেতাকর্মীদের ঘরে রাখা যাবে না, সবাই বিমানবন্দরমুখী হবেন।



