Uncategorizedউৎসবচট্টগ্রাম বিভাগজাতীয়প্রশাসনবিনোদনসংস্কৃতিসাংস্কৃতি

আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় প্রধান অতিথি ও বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের নির্মম ইতিহাস তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উম্মে খান কাফিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button