অনুসন্ধানঅন্যান্যজাতীয়দেশপ্রাকৃতিক দুর্যোগভৌগলিকসমাবেশ

ভূমিধস ঝুঁকিতে আগাম প্রস্তুতি: চট্টগ্রামে যাচাই কর্মশালা

মুহাম্মদ জুবাইর

পাহাড়, মানুষ ও নগরের সহঅবস্থানে জানমাল রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রামে ভূমিধস ঝুঁকি মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ভূমিধসের আগাম প্রস্তুতি পরিকল্পনা বৈধতা যাচাই কর্মশালা। সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর আয়োজনে এই কর্মশালায় চসিক, সিডিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রস্তাবিত অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান উন্মুক্ত মতামতের মাধ্যমে যাচাই ও বৈধতা প্রদান করা হয়।

গত ১৪ ডিসেম্বর রবিবার নগরীর হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাস্তবতা, ভূমিধসের ক্রমবর্ধমান ঝুঁকি এবং দুর্যোগের পূর্বেই কার্যকর প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উন্মুক্ত মতামতভিত্তিক এই কর্মশালায় বক্তারা বলেন, আগাম প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে জানমাল ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার এবং সনাকের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার।

আলোচনায় বক্তারা বলেন, পাহাড় কাটা, অনিয়ন্ত্রিত বসতি স্থাপন ও অপরিকল্পিত নগরায়নের ফলে চট্টগ্রামে ভূমিধস ঝুঁকি দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান দুর্যোগের পূর্বেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপস্থাপন করেন ইপসার পরিচালক নাছিম বানু। শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার ফাতিমা মেহেরুন্নেছা তানি। ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং অ্যান্ড রিসার্চ) মোরশেদ হাসান মোল্লা এবং প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার আলম।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কৃষি অতিরিক্ত পরিচালক রঘুবাথ রাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যক্ষ এস এম এহসানুল উদ্দিন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সৌম্য ব্যানার্জি, দৈনিক খবরের কাগজের ব্যুরোচিফ ইফতেখার উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মাসুদ, ইপসার ম্যানেজার সানজিদা আক্তারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্ল্যানের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন। বক্তারা প্রস্তাব করেন, এই পরিকল্পনাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি)-তে অন্তর্ভুক্ত করে সমন্বিত, প্রশিক্ষিত ও সক্রিয় কার্যক্রমের মাধ্যমে পাহাড়ধস প্রবণ এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

কর্মশালাটি ভূমিধস ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আগাম প্রস্তুতির গুরুত্বকে নতুনভাবে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button