সরকারি জায়গায় ব্যবসা, রাস্তা প্রশস্ত করতে উচ্ছেদে পূর্ণবাসন দাবি ব্যবসায়ীদের

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি অধিগ্রহণকৃত জায়গায় দীর্ঘদিন ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নিলে পূর্ণবাসনের দাবিতে মানববন্ধনে নামেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা গেছে, আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বাজার হিসেবে ইজারা দেওয়া হয়। সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ওই সড়কটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর গ্রহণ করে এবং সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে অধিগ্রহণকৃত জায়গায় গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের লক্ষ্যে মাইকিং করা হলে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এর প্রতিবাদে ও পূর্ণবাসনের দাবিতে ১৫ ডিসেম্বর (সোমবার) বেলা ১২টার দিকে চাতরী চৌমুহনী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, সরকারি নিয়ম মেনেই তারা উপজেলা প্রশাসনকে ইজারা প্রদান করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ উচ্ছেদ করা হলে তাদের জীবিকা চরম হুমকির মুখে পড়বে।
ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,
“আমরা নিয়মিত উপজেলা প্রশাসনকে ইজারা দিয়ে এখানে ব্যবসা করছি। এখন উচ্ছেদ করলে আমরা সম্পূর্ণ বেকার হয়ে যাব। তাই উচ্ছেদের আগে অবশ্যই আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে।”
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,
“ব্যবসায়ীরা আমার কার্যালয়ে এসেছেন। রাস্তাটি সম্প্রসারণ একটি সরকারি উন্নয়ন কার্যক্রম। তবে ব্যবসায়ীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দেখা হবে—পরবর্তীতে তাদের জন্য কী করা যায় তা খতিয়ে দেখা হবে।”
অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান,
“রাস্তাটি সম্প্রসারণের জন্য কিছু দোকান উচ্ছেদ করা ছাড়া বিকল্প নেই। ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। পূর্ণবাসনের বিষয়টি আমাদের এখতিয়ারে পড়ে না। তবে সরকারিভাবে যদি কোনো পুনর্বাসন প্রকল্প থাকে, তাহলে তা বিবেচনা করা হতে পারে।”
তিনি আরও বলেন,
“আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ সড়ক উপহার দিতে। সে লক্ষ্যে রাস্তাটি ৩৪ ফুট প্রশস্ত করে নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানিয়ে বলেন, অধিগ্রহণকৃত জায়গা সম্পূর্ণ উচ্ছেদ করে দ্রুত সড়ক সম্প্রসারণের মাধ্যমে যানজটমুক্ত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।



