
এস এম নজরুল ইসলাম
বরিশালের গৌরনদীতে কোনো নিয়ম-নীতি ও আইন-কানুনের তোয়াক্কা না করেই রাতের আঁধারে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে কেনাবেচার অভিযোগ উঠেছে। খবর পেয়ে রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বেজগাতি এলাকার ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে অভিযান চালায় অভিযানকালে গোডাউনটিতে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় আলামত হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের কিছু সরকারি বই জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তবে অভিযানের সময় অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ীকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের ভাষ্য, সুন্দরদী সুইজ হাসপাতালের পাশের ভাঙারির দোকান পরিচালনাকারী মামুন শিকদার দীর্ঘদিন ধরেই সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন সরকারি বই প্রকাশ্যে কেনাবেচা হতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক সংবাদকর্মী ছবি ও ভিডিও ধারণ করলে ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদার ক্ষিপ্ত হয়ে তাঁদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সংবাদকর্মীদের উদ্দেশে ‘আপনারা যা পারেন করেন’ বলেও মন্তব্য করেন। এছাড়া অভিযানের সময় মামুন শিকদারকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সংবাদকর্মী জানান, উপজেলা প্রশাসনকে খবর দেওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ঘটনাস্থলে এসে সরকারি বইয়ের উপস্থিতি নিশ্চিত করেন। তবে বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত না হওয়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের বাদী হয়ে সংশ্লিষ্ট ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদার বলেন, ‘আমি পুরোনো বই কিনেছি। কাউকে হুমকি দিইনি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘টেন্ডার ছাড়া সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



