অভিযানজাতীয়তল্লাশিপ্রশাসন

সমুদ্রে কোস্ট গার্ডের ডাবল স্ট্রাইক ৬ কোটি টাকার জাল ৫৩ জেলে আটক ট্রলার জব্দ

মুহাম্মদ জুবাইর

সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। চট্টগ্রামের বাঁশখালী ও সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে অবৈধ মৎস্য শিকারের সঙ্গে জড়িত ৩টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ মোট ৫৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

জব্দকৃত জাল ও মাছের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৬ লক্ষ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

অন্যদিকে, ১৭ ডিসেম্বর বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ **‘সবুজ বাংলা’ কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়।এ অভিযানে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযান অবৈধ ট্রলিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button