আইন-শৃঙ্খলাজাতীয়রাজনীতিহত্যাকান্ড

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় ছাত্র-জনতা’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ‘গাইবান্ধার সর্বাস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে শহরের বড় মসজিদ এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এসময় বিক্ষোভকারীরা-‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই
হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমবেত হয়। সেখানে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় প্রায় ২ ঘন্টাব্যাপী সড়ক অবোরধ থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মন ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম প্রমুখ।

বক্তারা বলেন, ওসমান হাদি কথা রেখেছে। হাদি শহীদী মৃত্যুকে বরণ করেছে। তিনি জুলাইকে বিক্রি হতে দেননি। ভারতীয় আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি। হাদির আদর্শ ধারণ করে আমাদের মাথা উঁচু করে চলতে হবে তাতেই তার আত্মা শান্তি পাবে। সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার এবং রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকারের দাবি জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধায় তাৎক্ষণিক বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button