ছুটির দিনেও ভোটকেন্দ্রে জেলা প্রশাসক, ভোটারদের আস্থা ফেরাতে

মুহাম্মদ জুবাইর
ভোটে আস্থা ফেরাতে ছুটি ভুলে কেন্দ্রে জেলা প্রশাসক চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতির কড়া বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন প্রস্তুতিতে এক মুহূর্তও ঢিলেমি দিতে রাজি নয় প্রশাসন। ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সরকারি ছুটির দিনেও একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২০ ডিসেম্বর) তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।এ সময় তিনি ভোটগ্রহণ কার্যক্রমের প্রস্তুতি, কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৪৫ জন এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৫৪০ জন। এই বিপুল ভোটার উপস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিমুক্ত ও আস্থার জায়গায় রূপ দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তিনি বলেন,
আমাদের শুধু ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটারদের মনে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সেটি ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভোটকেন্দ্র যেন ভোটারদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উৎসবমুখর হয় সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ বাস্তবায়নের মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ নির্বাচন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছুটির দিনেও মাঠে নেমে এই সরেজমিন পরিদর্শন প্রশাসনের নির্বাচনী প্রস্তুতির দৃঢ় অবস্থান ও ভোটারদের প্রতি আস্থা ফেরানোর প্রচেষ্টাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



