চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-১ আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন তৎপরতা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে রাজনৈতিক তৎপরতা দৃশ্যমানভাবে বেড়ে উঠেছে। আজ সোমবার বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই সম্ভাব্য প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার বার্তা স্পষ্ট হয়েছে।

চট্টগ্রাম ১ মিরসরাই আসন থেকে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, বিএনপির সাবেক সহসভাপতি নুর হোসেন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহার চৌধুরী, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইমাম হোসেন বাবলু, তৌহিদ উদ দৌজা, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অন্যদিকে একই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ ছাইফুর রহমান। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী, প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে সালমা, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেনসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম ১ আসন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও মাঠপর্যায়ের তৎপরতায় আগামী দিনে এই আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button