নির্বাচনরাজনীতিলক্ষ্মীপুর

লক্ষীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার ভুঁইয়া

জাকির হোসেন রায়পুর- লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষীপুর-২ (রায়পুর ‌ও সদর) আংশিক আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা আবুল বাশার ভুঁইয়া। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ।
আবুল বাশার ভুঁইয়ার শিক্ষাগত যোগ্যতা উল্লেখযোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা থেকে ফাযিল, সেন্ট্রাল ল কলেজ, ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তাঁর দাখিল ও আলিম সম্পন্ন হয়েছে রায়পুর কামিল মাদ্রাসা থেকে।

তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামে। তিনি পশ্চিম চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণির উদ্দিন ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

সাংগঠনিকভাবে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গণঅধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মনোনয়ন প্রসঙ্গে আবুল বাশার ভুঁইয়া বলেন,
“আমি আপনাদের সন্তান। আমাকে একবার সুযোগ করে দিন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ ছাত্র, যুব ও শ্রমজীবী জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ লক্ষীপুর গড়তে চাই।”

তিনি আরও বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, ইপিজেড ও সুগার মিল চালুর উদ্যোগ গ্রহণ তার প্রধান অগ্রাধিকার। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনে তিনি ভূমিকা রাখতে চান।

তিনি লক্ষীপুর-২ আসনের ভোটারদের উদ্দেশে বলেন,
“ট্রাক মার্কায় পবিত্র ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে আমি জীবন বাজি রেখে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button