চট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট ২০২৫

মুহাম্মদ জুবাইর

রোভারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট ২০২৫। এ উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে রোভার স্কাউটদের ‘মিট দ্যা রোভারস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে রোভার স্কাউটদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও দেশপ্রেমে উজ্জীবিত পরিবেশ সৃষ্টি হয়।

২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই রোভার মুট অনুষ্ঠিত হচ্ছে। এতে চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার রোভার ইউনিটের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার রোভার স্কাউটরাও অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী রোভার স্কাউটরা তাবুতে অবস্থান করে নিজেরাই রান্না ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাস্তব জীবনের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণ নিচ্ছে।

রোভার মুটের মূল লক্ষ্য রোভার স্কাউটদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সুপ্ত প্রতিভার বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা। সার্বক্ষণিক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অংশগ্রহণকারী রোভাররা শারীরিক মানসিক ও নৈতিক সক্ষমতা অর্জনের সুযোগ পাচ্ছে।

রোভার স্কাউটদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রত্যয় হোক মেধা যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি দৃঢ় সমাজ কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন রাষ্ট্র আমাকে কী দিয়েছে সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই হবে একজন সচেতন নাগরিকের প্রকৃত পরিচয়।

তিনি আরও বলেন জীবনে আমাদের সময় সীমিত এই সময়কে কীভাবে কাজে লাগানো যায় তার উপরই নির্ভর করে আমাদের অর্জন ও সাফল্য। তরুণ সমাজ যদি সততা শৃঙ্খলা ও নৈতিকতার পথে পরিচালিত হয় তাহলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব নয়।

আয়োজকরা জানান এবারের রোভার মুটে মোট ১৫টি টার্গেট নির্ধারণ করা হয়েছে। এসব টার্গেটের মাধ্যমে রোভার স্কাউটদের শারীরিক সক্ষমতা সামাজিক দায়বদ্ধতা মানবিকতা সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে।

রোভার মুটের নির্ধারিত টার্গেটসমূহের মধ্যে রয়েছে সানরাইজ স্ট্রাইডস ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন এক্সপ্লোরারস ট্রেইল ফান ফেস্ট সার্ভাইভার স্কিল সামিট ক্যারিয়ার কম্পাস ডিজাস্টার অ্যান্ড রেসকিউ স্পিরিচুয়াল নাইট ফ্লেমস অফ ফেস্টিভিটি নবান্ন উৎসব তথ্যচিত্রে গণঅভ্যুত্থান ইনোভেটরস অ্যারিনা স্ট্রং স্টেপস এবং হিউম্যানিটি মার্চ।

আয়োজকরা আরও জানান এই রোভার মুট কেবল একটি ক্যাম্পিং আয়োজন নয় বরং এটি তরুণদের মধ্যে নেতৃত্ব দেশপ্রেম মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী রোভার স্কাউটদের সক্রিয় অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন এক অনন্য উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।

রোভার স্কাউটদের প্রত্যাশা এই মুটের অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত জীবন সামাজিক দায়িত্ব ও ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button