নারায়ণগঞ্জে ডিএনসির উপপরিচালক হিসেবে হুমায়ুন কবিরের যোগদান

নিজস্ব প্রতিবেদক:দেশ বিদেশে অভিজ্ঞ মাদক বিশ্লেষক,ইয়াবা ও ক্রিস্টাল মেথ দমনে বিশেষ দক্ষতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, নারায়ণগঞ্জে নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন জনাব হুমায়ুন কবির খন্দকার।তিনি গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর ও দক্ষিণ) অঞ্চলের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।সেখান থেকে তাকে বদলীপূর্বক নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে পদায়ন করা হয়।
হুমায়ুন কবির খন্দকার একজন অভিজ্ঞ,দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সুপরিচিত। তিনি ইতিপূর্বে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,চট্টগ্রাম জেলা, যশোর জেলা ও নড়াইল জেলার উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রতিটি কর্মস্থলেই মাদকবিরোধী কার্যক্রমে সুনামের সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলোকক্সবাজার জেলা, বান্দরবান জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, নরসিংদী জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা ও গাইবান্ধা জেলা।
বিশেষ করে সীমান্তবর্তী ও মাদক ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে তার দায়িত্ব পালন মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
হুমায়ুন কবির খন্দকার ভারত,পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার আলোকে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক মাদক পাচার বিশ্লেষণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক মেথামফিটামিন পাচার যার মধ্যে ইয়াবা ও ক্রিস্টাল মেথ অন্তর্ভুক্ত এই ড্রাগ নেটওয়ার্ক বিশ্লেষণে তিনি একজন স্বীকৃত ড্রাগ এনালিস্ট হিসেবে পরিচিত।
মাদকপ্রবণ জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে তাঁর যোগদানে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।অভিজ্ঞতা, কৌশলগত বিশ্লেষণ ও মাঠপর্যায়ের বাস্তব জ্ঞান কাজে লাগিয়ে তিনি জেলার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন গতি আনবেন এমনটাই প্রত্যাশা।
প্রশাসনিক সূত্র জানায়,নারায়ণগঞ্জে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নতুন উপপরিচালকের নেতৃত্বে কঠোর ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে।



