ইসলাম ধর্মধর্ম ও জীবন

ক্ষয়িষ্ণু দুনিয়া না চিরস্থায়ী আখিরাত—আপনার অগ্রাধিকার কোনটি

অপরাধ বিচিত্রা ডেস্কঃ ৫১৭৯-[২৫] আবু মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন : যে ব্যক্তি (যে পরিমাণ) দুনিয়ার জীবনকে ভালোবাসে সে (সে পরিমাণ) তার মৃত্যুর পরের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, পক্ষান্তরে যে মৃত্যুর পরের জীবনকে মুহাব্বাত করে, সে সেই পরিমাণ দুনিয়ার জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব যা (দুনিয়ার জীবন) অচিরেই ধ্বংস হয়ে যাবে তার উপর তাকে (মৃত্যুর পরের জীবন) প্রাধান্য দাও যা চিরস্থায়ী থাকবে। (আহমাদ ও বায়হাক্বী’র শুআবুল ঈমান)

সহীহ: মুসনাদে আহমাদ ১৯৭১২, শুআবুল ঈমান ১০৩৩৭, সহীহ ইবনু হিব্বান ৭০৯, আল মুসতাদরাক লিল হাকিম ৭৮৫৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৫১, আলবানী (রহিমাহুল্লাহ) হাদীসটিকে প্রথমে য’ঈফ বলছিলেন- য’ঈফাহ ৫৬৫০, যঈফুল জামি’ ৫৩৪০, তারপর তিনি সহীহার ৩২৮৭নং এ উল্লেখ করেছেন। দেখুন- তারাজুআতুল আলবানী ফিত তাসহীহ ১১১। হাদিসের মানঃ সহিহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button