চট্টগ্রামপ্রশাসন

চট্টগ্রামে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা—তাঁদের ত্যাগ চির অম্লান

মুহাম্মদ জুবাইর

আজ ২৪ ডিসেম্বর ২০২৫ ইং দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স মোঃ হুমায়ুন কবির।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আর তাই এই গৌরবোজ্জ্বল ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এসময় সিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ওয়াহিদুল হক চৌধুরী উপ পুলিশ কমিশনার সদর মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপ পুলিশ কমিশনার পশ্চিম হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button