প্রশ্ন : কোন পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে তাহলে ঐ পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদত কি কবুল হবে?

অপরাধ বিচিত্রা ডেস্কঃ
উত্তর : প্রাপ্তবয়স্ক ও উপার্জনক্ষম সন্তান বা সদস্যগণ জেনে শুনে উক্ত হারাম উপার্জন থেকে ভক্ষণ করলে গোনাহগার হবে এবং তাদেরও ইবাদত কবুল হবে না। রাসূল ﷺ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না (১) তাছাড়া এতে অন্যায়ের সমর্থন করা হবে। যা করতে মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা অন্যায় ও পাপ কাজে সহযোগিতা কর না (২)
তবে সদস্যরা অপ্রাপ্ত বয়স্ক হলে এবং উপার্জনক্ষম না হলে, উক্ত উপার্জন হতে ভক্ষণ করা বৈধ হবে। কেননা তারা শরী‘আতের মুকাল্লাফ অর্থাৎ তাদের উপর শারী‘আতের বিধি বিধান প্রযোজ্য নয়। তাদের প্রতিপালনের দায়িত্ব পিতা মাতার। সুতরাং পিতার হারাম উপার্জনের জন্য সন্তান দায়ী হবে না। আল্লাহ তা‘আলা বলেন, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না। রাসূল ﷺ বলেন, কোন প্রাণ অপরের অপরাধের কারণে দন্ডিত হবে না (৩)
তথ্য সুত্র : (১) সহীহ মুসলিম ১০১৫ মিশকাত ২৭৬০ আল ইতিছাম নভেম্বর ২০১৯। (২) সুরা মায়েদাহ ০২। (৩) সুরা নাজম ৩৮, সুনান নাসাঈ ৪৮৪৯, ৪৮৫০, ৪৮৫১ ইরওয়াউল গালীল ২৩০৩ – লেখাটি সংগৃহীত।
সালাফি স্কলার্স।



