অপরাধআইন-শৃঙ্খলাবরিশাল

গৌরনদীতে রাতের অন্ধকারে সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

এস এম নজরুল ইসলাম

বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধারে হামলা চালিয়ে বাড়ির লোজনকে জিম্মী করে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাঁধা দিলে হামলা কারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে বাড়ির মালিক ও তার পরিবার ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা ছটকে পরে।এ ঘটনায় গৌরনদী মডেল থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জমির মালিক আঃ মজিদ হাওলাদারের পুত্র বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার লিখিতভাবে অভিযোগে করে বলেন, ‘পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর মৌজায় আমি এবং আমার বোন ও বোন জামাতা ২০০১ইং সালে ক্রয়সূত্রে ৫২ শতাংশ জমির মালিক হই। যার জে.এল নং-৫০, খতিয়ান নং-৩৪০, ৩৫৬, দাগ নং-৩৪৬, ৩৪৭, ৩৪৮। ২০০৪ইং সালে আমরা এলাকার জনগণ চলাচলের স্বার্থে তিন শতাংশ জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তা নির্মানে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করি। যার বি. এস খতিয়ান নং-৫১০, দাগ নং-৩৫০।

আমাদের বাড়ির পশ্চিমপাশে যাতায়াতের রাস্তার জায়গা রেখে পৌরসভা কর্তৃক বাউন্ডারী ওয়াল নির্মান করি।যার দৈর্ঘ প্রায় ৩০০ফিট। বাড়ির দক্ষিণ পাশে রাস্তার জন্য এক শতাংশ জমিসহ সর্বমোট প্রায় চার শতাংশ জমি রাস্তার জন্য প্রদান করি। পরবর্তীতে আমরা ২০১২ সালে পৌরসভার অনুমতিক্রমে বাড়ির চারপাশে আরসিসি পিলার করে সীমানা প্রাচীর ও পাকা ঘর নির্মাণ করি (যার স্মারক নং-পৌ:পৌর/প্রকৌ/বি:২০১২/২০১৩,ক্রমিকনং-১১৭ (২০১১-১২) তারিখঃ ২৬/০৬/২০১২ইং)।

আমার প্রতিপক্ষরা আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের জন্য সোমবার সন্ধায় হামাড়, হাতুড়ি, ড্রিল মেশিন, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জিম্মি করে মধ্যরাত পর্যন্ত জোর পূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে’।এ ঘটনায় মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে বিবাদী করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button