১৭ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারি সহ পরিবহন জব্দ করেছে র্যাব ০৭

এম এ মান্নান : র্যাব-৭, চট্টগ্রামের পৃথক মাদক বিরোধী দুটি অভিযানে ৫,৮৬৮ পিস ইয়াবা এবং ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ তিন জন মাদক কারবারি আটক; মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ।*
১। র্যাব-৭, চট্টগ্রাম গত ২৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখে চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং সীতাকুন্ড থানা এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫,৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিক নিম্নরুপঃ
ক। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ে উদ্দেশ্যে বাঁশখালী হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২০৫০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের এস আলম নামীয় একটি গাড়ীতে তল্লাশী করে বাস যাত্রী মোঃ মোহাম্মদ শফি আলম এর সাথে থাকা একটি ব্যাগের ভিতর হতে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি বান্ডেল ৩০টি নীল পলিজিপার প্যাকেট হতে ৫,৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ অভিযুক্ত মোঃ মোহাম্মদ শফি আলম (৩০), পিতা-মৃত আবু শামা, সাং- খরুলিয়া মাষ্টারপাড়া,থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
খ। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে সীতাকুন্ড সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ২১০০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা অভিযুক্ত ০১। মোঃ শাফায়েত ইসলাম (২৬), পিতা- মৃত হারুনুর রশিদ, সাং- বাগাইছড়ি, থানা-লামা, জেলা- বান্দারবান এবং ০২। মোঃ জায়েদ (২৬), পিতা- জামাল হোসেন, সাং- বেপারীপাড়া, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা পিকআপ গাড়ীটি তল্লাশী কালে ০২টি বস্থার ভিতর হতে খাকি রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ০২ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



