লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীর

জাকির হোসেনঃ
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক লক্ষ্মীপুর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ও এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীর।
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ইং, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ,এবি পার্টির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, এবি স্বেচ্ছাসেবক পার্টির সহকারী সদস্য সচিব মো: জহিরুল ইসলাম, সদস্য খালেদ সাইফউদ্দিন ও এবি পার্টির রায়পুর উপজেলা আহ্বায়ক মোঃ আক্তার হোসেন,সহ দলীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোহাম্মদ কেফায়েত হোসেন তানভীর বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। লক্ষ্মীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমার বাংলাদেশ পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্মীপুর-২ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।



