আইন-শৃঙ্খলাগাইবান্ধাপ্রশাসন
গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে বুধবার বিকেলে ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পড়ে মটরসাইকেল আরোহী শেফালী বেগম (৩৫) নামে নারী নিহত হয়েছে। নিহত শেফালী বেগম উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
জানা যায়, রেজাউল করিম তার স্ত্রী দুই সন্তানের জননি শেফালী বেগমকে নিয়ে ডাঃ দেখানোর উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে কাটা মোড় এলাকায় পৌছলে পিছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।



