আনোয়ারায় মাদক-চুরি বাড়ছে, উদ্বিগ্ন সচেতন মহল

নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ও ইয়াবার কারবার। মাদকের সহজলভ্যতার সুযোগে দিন দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসাবাড়ির মূল্যবান মালামাল। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও মসজিদ ও মন্দির থেকেও চুরির অভিযোগ উঠেছে। মাদকাসক্ত কিশোর ও যুবকরাই এসব অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি এলাকাবাসীর।
র্যাব ও সেনাবাহিনীর অভিযানে মাঝে মাঝে কিছু ইয়াবা ও মাদক কারবারি আটক হলেও স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনের নিয়মিত ও জোরালো অভিযান অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ফলে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এদিকে দ্রুত কার্যকর অভিযান জোরদার না হলে আনোয়ারার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, মাদক ও ইয়াবার কারণে কিশোর ও যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সামাজিক অবক্ষয়ের মূল কারণ এখন মাদক। পুলিশ প্রশাসনের উচিত প্রতিটি মহল্লায় মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
তবে আনোয়ারা সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ বলেন, পুলিশ মাদক ও ইয়াবার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক সমাজসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।



