
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার প্রেসক্লাব আলফাডাঙ্গা এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব আলফাডাঙ্গা এর কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় শনিবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব আলফাডাঙ্গার অস্থায়ী কার্যালয়ে (উপজেলা রোড, টি.এন.টি অফিসের সামনে) একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রেসক্লাব আলফাডাঙ্গা এর সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল’র সভাপতিত্বে প্রচার সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সভায় বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ‘অপরাধ বিচিত্রা’ এর স্টাফ রিপোর্টার মোঃ আরিফুজ্জামান হেলালকে আহ্বায়ক, ‘দৈনিক গণসংহতির’ আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি তৈয়েবুর রহমানকে সদস্য সচিব, ‘দৈনিক আমার বার্তার’ আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি এস, কে রাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক (সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে), ‘দৈনিক মানবাধিকারের’ ফরিদপুর জেলা প্রতিনিধি ইমরান মিয়াকে যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদকের দায়িত্বে) করা হয়েছে।
আগামী দিনগুলোতে সংগঠনের সাংবাদিকদের অধিকার ও সম্মান পুনঃপ্রতিষ্ঠায় নতুন আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার করবে এবং নতুন দিকনির্দেশনা ও প্রেসক্লাব আলফাডাঙ্গার ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন বিদায়ী সভাপতি আরিফুজ্জামান চাকলাদার।



