
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সরওয়ার জামাল নিজামের সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, এবারসহ আমি বিএনপি থেকে ষষ্ঠবারের মতো মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। বর্তমানে ভোটের একটি সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি আরও বলেন, এই ধরনের সুষ্ঠু পরিবেশ যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরওয়ার জামাল নিজাম আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম-১৩ আসনের জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।



