আইন-শৃঙ্খলারাজনীতি

যাত্রাবাড়ীতে চাঁদাবাজির খবর সংগ্রহকালে ‘অপরাধ বিচিত্রা’র সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অপকর্মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘অপরাধ বিচিত্রা’র সিটি রিপোর্টার মো. ফরমান উল্লাহ খানের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে লোহার রড ও তালা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং হত্যার হুমকি দেয়। প্রাণ বাঁচাতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে কোনোক্রমে রক্ষা পান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা (মামলা নং-৭৩, তারিখ: ২৭-১২-২০২৫) দায়ের করা হয়েছে।

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের ওপর জুলুম, চাঁদাবাজি ও হুমকি-ধমকি চালিয়ে আসছিল। ভুক্তভোগী মাহফুজা বেগম নামের এক নারীর কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগের সত্যতা যাচাই করতে গত ২৪ ডিসেম্বর রাত ১০টার দিকে কাজলা বৌ-বাজার এলাকায় (রেডবি রেস্টুরেন্টের পেছনে) যান সাংবাদিক ফরমান উল্লাহ খান।

তথ্য সংগ্রহের একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সন্ত্রাসী মো. সুমেল (৩৫), তরিকুল ইসলাম ওরফে রাব্বি (৩০), সাফায়েত (১৯), সুমন (৩৮)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন অতর্কিতভাবে সেখানে হামলা চালায়। সন্ত্রাসীরা সাংবাদিক ফরমান উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সংবাদ প্রচার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারী সুমেল ও তার বাহিনী এলাকায় নিজেদের বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। দলের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, জবরদখল ও নিরীহ মানুষকে হয়রানি করে আসছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সাংবাদিক ফরমান উল্লাহ তাদের এই অপকর্মের তথ্য সংগ্রহ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।

হামলার সময় ১নং আসামি সুমেলের হুকুমে সন্ত্রাসীরা সাংবাদিক ফরমান উল্লাহকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। সুমেল লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ সময় ২নং আসামি রাব্বি হত্যার উদ্দেশ্যে একটি লোহার তালা দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি সরে যান, ফলে আঘাতটি তার পিঠে লাগে এবং রক্ত জমাট বেঁধে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসা নাইম ইসলাম (২৫) নামের এক যুবককেও সন্ত্রাসীরা বেদম মারধর করে।
একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিকের পকেটে থাকা নগদ ৪,০০০ টাকা ছিনিয়ে নেয় এবং মাহফুজা বেগমের বাসার আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৭০,০০০ টাকার ক্ষতিসাধন করে।

পরিস্থিতি বেগতিক দেখে এবং জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিক ফরমান উল্লাহ ও ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে স্থানীয় সুমন ও হৃদয়সহ কয়েকজন এগিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে সাংবাদিক ফরমান উল্লাহ গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গত ২৭ ডিসেম্বর তিনি বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে বিএনপির নামধারী এসব দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনুসন্ধান প্রথম পর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button