
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম সহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০১৮সালে শাহাদাত হোসেন সেলিম এ আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে প্রতিদ্বন্ধীতা করেন।
গতকাল সোমবার (২৯ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম উপজেলা বিএনপির বর্তমান কমিটির কয়েকজন জ্যৈষ্ঠ নেতাদেরকে সঙ্গে নিয়ে উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু , সাধারণ সম্পাদক জিএস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার চতু ,রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান প্রমুখ।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত তাঁর কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন । এর আগে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়।



