
স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে অবস্থিত ‘আনোয়ারা শিশুপল্লী একাডেমির’ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। আজ (৩০ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ নাজমুল হাসানে, বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন, বিশিষ্ট কবি সাহিত্যিক অমরেন্দ্রনাথ কর, পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল বাশার মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আরজেএফ আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম মনির, ‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’র সদস্য মোঃ ফেরদৌস খান, বিশিষ্ট সমাজ সেবক আবুল হাচান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক খান আসাদুজ্জামান টুনু।
বক্তাগণ লেখাপড়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকণ এবং বিদ্যালয়টির শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উদ্ভুদ্ধ করার উদ্দেশ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার ও সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। সেই সাথে অভিভাবকগণের মাঝে বিনোদন মূলক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এছাড়া অনুপস্থিত না থেকে বছর জুড়ে যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির স্লোগান :
শিশুর কথা আগে শুনি, সু-শিক্ষায় সমাজ গড়ি, সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সু-শিক্ষায় শিক্ষিত করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।



