অভিযানআইন-শৃঙ্খলা

র‍্যাব দশ ১০ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরে অটোরিকশা ছিনতাই ও চালককে কুপিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ শামিমক (২৯)কে গ্রেফতার করেছে র‌্যাব দশ।

র‌্যাব ১০ সূত্রে জানা যায় শনিবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে র‌্যাব ১০ এর একটি দল ফরিদপুর জেলা শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতয়ালী থানার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মুহামদ শামিমকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি মুহম্মদ শামিম (২৯) পিতাঃ সাদেক গ্রামঃ বারোইপাড়া থানাঃ রাজবাড়ি সদর জেলাঃ রাজবাড়ি। শামিম ফরিদপুর সদর থানায় দায়েরকৃত ১৮ (০৭/০৩/২০২০) নং মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত ফরিদপুর পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পেনাল কোড ১৮৬০-এর ৩৯৪/৩৪ ধারায় তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এজাহার সূত্রে জানা যায় ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ির গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিকশা চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরদিন নিহতের ভাই মুহাম্মদ হান্নান তালুকদার অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে ফরিদপুর সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে গত ২৯ মে ২০২৫ তারিখে আদালত এ মামলার রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

র‍্যাব ১০ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর সদর থানায় হস্তান্তর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button