
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-১ দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল এবং ৮ জনের মনোনয়নপত্র কাগজপত্রে ত্রুটি থাকায় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কাগজপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় সংশোধনের জন্য আজ বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে পারলে তাদের মনোনয়নপত্র পুনরায় যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সাময়িক স্থগিত হওয়া ৮ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য দুইজন প্রার্থী হলেন, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা ও বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।
মনোনয়ন বাতিল ঘোষণা হওয়া প্রার্থীগণ হলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শামসুদ্দিন মিয়া ঝুনু সহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবক ও সমর্থকের তথ্যগত ত্রুটি, হলফনামায় অসঙ্গতি এবং প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতির কারণেই এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে।



