আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

পটিয়ায় তালাবদ্ধ ফাঁকা ঘরে চুরি:নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামালসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক অনুষ্ঠানে গেলে ঘটে চুরির ঘটনা,৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় তালাবদ্ধ একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।পরিবারের সদস্যরা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গেলে অজ্ঞাতনামা চোরেরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জসিম উদ্দিন আহম্মদ (৬১) অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি পটিয়া থানাধীন ১ নম্বর জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার (ফজু সাদার বাড়ি) বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়,২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে বসতবাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে যান জসিম উদ্দিন।এরপর ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যবর্তী কোনো এক সময় রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা বাড়ির দক্ষিণ পাশের ও মাঝামাঝি স্থানে থাকা দুটি ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ ১৫ হাজার টাকা, ভারতের ২০ হাজার রুপি, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, টিসিবির ৪ লিটার সয়াবিন তেল, ২টি ফ্রাইদান,২টি বেডশিটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায় চোরেরা।

এসবের মোট মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। ৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ভাঙা ভেন্টিলেটর ও তছনছ করা ঘরের আলমারি দেখে বিষয়টি বুঝতে পারেন জসিম উদ্দিন।পরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি পরিদর্শন করে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এখন চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবী জানিয়েছেন তারা। এ বিষয়ে পটিয়া থানা পুলিশ জানায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button