
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর আয়োজিত একটি আলোচনা সভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধি অমান্য করে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
খবর পেয়ে নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আয়োজকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিধি লঙ্ঘন করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলাজুড়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি চালানো হচ্ছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



