অপরাধ
আনোয়ারায় সড়কে ফেলে রাখা শিশুর মৃত্যু, বোনের আগলে রাখাও বাঁচাতে পারলো না

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে ফেলে রাখা দুই শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই বছর বয়সী মোরশেদের। ছোট্ট বোন আয়শা বুক দিয়ে আগলে রাখলেও শেষ পর্যন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়নি তাকে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা অবস্থায় দুই শিশুকে পড়ে থাকতে দেখেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক। মানবিকতার তাগিদে তিনি শিশু দুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন।



