ফরিদপুর

নবনির্বাচিত প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ফরিদপুর এসপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আব্দুল মতিন মুন্সী

ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। সভার শুরুতে তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে জেলা পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পেশাদার, দায়িত্বশীল ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জেলা পুলিশ সবসময় সাংবাদিকদের সহযোগিতায় কাজ করতে আগ্রহী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময়কালে প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তি সহজীকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button