চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্রী

মো: রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাহেলা আক্তার শান্তা (১৮)। তিনি চাঁদপুর শহরের বড় শাহতলী এলাকার বাসিন্দা শামছুল হুদার কন্যা এবং জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির আইদি পরিবহনের বাস রাহেলাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



