অপরাধআইন-শৃঙ্খলা

সিরাজদিখানে অপকর্ম ধামাচাপা দিতে প্রেমিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ সিরাজদিখান উপজেলার শেখরনগরে একাধিক পরকীয়া প্রেমের ঘটনা ধামাচাপা দিতে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,শেখরনগর ইউপি ৬ নং ওয়ার্ড দক্ষিণ হাটি সিঙ্গাপুর প্রবাসী উত্তম সরকারের স্ত্রী স্মৃতি সরকার (৩৬)দীর্ঘদিন ধরে একই এলাকার প্রশান্ত দাস (৪২)পিতা-অমল দাস সাং-মনিপাড়ার সাথে অবৈধ প্রণয় চলে আসছিল।স্মৃতি নাম না প্রকাশের শর্তে এক প্রতিবেশি বলেন, কয়েক বছর পূর্বে এক পরকীয়া প্রেমিকের সাথে ঢাকায় এক আবাসিক হোটেলে ৩/৪ দিন থাকার পরে আপত্তিকর অবস্থায় ধরা খায়। সেখান থেকে আমরা এলাকাবাসী এবং স্মৃতি সরকারের স্বামী ৪৫ হাজার টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে আনি। এরপর স্মৃতি সরকারের স্বামী উত্তম সরকারকে আমাদের সমাজ থেকে বের করে দেয়। পরবর্তীতে পুনরায় সমাজে ওঠার জন্যে ত্রিশ হাজার টাকা জরিমানা দিয়ে সমাজে উঠে। সেই টাকা আম

তার বাবার বাড়ি রাজানগর শরীফ নামে এক ছেলের সাথে নতুন করে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এর জের ধরে স্মৃতি সরকার(৩৬)স্বামী-উত্তম সরকার বাদী হয়ে মুন্সিগঞ্জ আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একটি পিটিশন মামলা দায়ের করেন যার নং নং-৮৯/২০২৫ ২২৫/২৫ ধারা ২০০০ (সংশোধনী-২০০৩) সংশোধনী ২০২৫ এর ৯ (৪) এর (খ)।বাদীর এজাহার সূত্রে জানা যায়,তার ছোট ছেলে ইশান সরকার ও আসামীর কন্যা শেখর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে এক সাথে পড়াশোনা করেন।তার ছেলেকে স্কুলে নেওয়া-আসার পথে আসামীর সাথে পরিচয়ের সুবাদে আসামী নানা সময়ই আজেবাজে কু’প্রস্তাবসহ মোবাইল ফোনে ফোন করে নানান আজেবাজে কু’কথা বলতো। বিষয় টি প্রবাসী স্বামী,পিতা,তার নিজ পুত্র কে অবগত করায় সে রাগান্বিত ও ক্ষিপ্ত হয় সময় মত শোধ নেওয়ার হুমকি দেয়।গত ১৩/১০ /২০২৫ইং রোজ সোমবার সকাল অনুমান ৬.০০ ঘটিকায় তার বসত বাড়ীর উঠানের পশ্চিম কোনায় ঝাড় দেওয়ার সময় এই আসামী তাকে ঝাপটে ধরে কুকাজ করার চেষ্টা করাকালে ধস্তাধস্তির সময় স্মৃতি সরকারের গলায় থাকা এক ভরি সাত আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে ছিনিয়া নিয়া যায়। যাহার অনুমান প্রায় ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা। তার ডাক-চিৎকারে পুত্র ৩ নং স্বাক্ষী ও স্বাক্ষীগণ আগাইয়া আসতে থাকলে আসামী দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় তার দুই সন্তান এবং পিতাকে স্বাক্ষী করে গত ২০/১০/২৫ তারিখ নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এতে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে পরকীয়া প্রেমিক প্রশান্ত দাস।জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁর এলাকায় লোকনাথ রায় নামে এক ছেলের সাথে পরকীয়া করে স্বামী উত্তম সরকারের দেওয়া ১২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় এবং ২/৩দিন গোপনে অবৈধ সম্পর্ক ও শাররীক সম্পর্ক করে, সেখান থেকেও এলাকাবাসী এবং স্বামী উত্তম সরকার জরিমানা দিয়ে ছাড়িয়ে আনে স্মৃতি সরকারকে সিরাজদিখান উপজেলা রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার উদ্বর মন্ডলের ছেলে সঞ্জিতের সাথে পরকীয়া করে ধরা খাওয়ার বিষয়ে জানাজানি হলে ছেলের পরিবার সন্জিত কে বিদেশে পাঠিয়ে দেন।

নাম না প্রকাশের শর্তে প্রতিবেশি বলেন, কয়েক বছর পূর্বে এক পরকীয়া প্রেমিকের সাথে ঢাকায় এক আবাসিক হোটেলে ৩/৪ দিন থাকার পরে আপত্তিকর অবস্থায় ধরা খায়। সেখান থেকে আমরা এলাকাবাসী এবং স্মৃতি সরকারের স্বামী ৪৫ হাজার টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে আনি। এরপর স্মৃতি সরকারের স্বামী উত্তম সরকারকে আমাদের সমাজ থেকে বের করে দেয়। পরবর্তীতে পুনরায় সমাজে ওঠার জন্যে ত্রিশ হাজার টাকা জরিমানা দিয়ে সমাজে উঠে। সেই টাকা আমরা মহল্লার মন্দিরের উন্নয়নের কাজে ব্যবহার করি।

মামলার স্বাক্ষী বাদীনির পিতার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ের চরিত্র ভালো না। তার এহেন অপকর্মের কারণে, আমার বন্ধু বান্ধবসহ এলাকাবাসীর কাছে আমি মুখ দেখাতে পারি না। আমার ছেলেরা ওর বিষয়ে কোন কথা বলতে রাজি না। আমাকে মামলার সাক্ষী করেছে, আপনাদের কাছ থেকে শুনলাম। আমার বয়স হয়েছে, আমার মান সম্মান আছে, আমি কখনোই এই মিথ্যা সাক্ষী দিতে যাব না। ওর মত মেয়ের পরিচয় দেওয়ার আমার কোন প্রয়োজন নেই। ইতিপূর্বে অনেক ঘটনাই ওই ঘটাইছে যার কারণে আমরা খুবই লজ্জিত।

এ বিষয়ে স্মৃতি সরকারের কাছে জানতে চাইলে, তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কোন সদুত্তর দিতে না পেরে, প্রতিবেদক কে বলে আমি ব্যস্ত আছি পরে কথা বলব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button