অভিযানআইন-শৃঙ্খলা

স্বর্ণের বার উদ্ধার চট্টগ্রামের পাঁচলাইশ থানা।

নাছির হাওলাদার চট্টগ্রাম

এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাঁচলাইশ এলাকার একটি ব্যস্ত সড়কে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ স্বর্ণের বার ছিনতাই করা হয়। ঘটনার পরপরই পাঁচলাইশ থানা পুলিশ এবং গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ঢাকা কাশিমপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণ আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সফল অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button