সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মহানগর পুলিশের ইপিজেড থানা পুলিশ নগরীর অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই নিরস্ত্র তীথংকর দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চট্টগ্রাম ইপিজেড এলাকার ফ্রিপোর্ট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য মোঃ কাশেম প্রকাশ ওয়াচম্যান কাশেম বয়স আটাশ বছর মোঃ মাসুদ খান বয়স ঊনত্রিশ বছর মোঃ জাবেদ আক্তার বয়স তেইশ বছর এবং মোঃ নুরুল ইসলাম বয়স পঁচিশ বছরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত চারজন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও চুরির ঘটনায় জড়িত ছিল। বিশেষ করে ইপিজেড থানা এলাকা ও আশপাশের শিল্পাঞ্চলে কর্মজীবী মানুষ শ্রমিক ও পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই কার্যক্রম পরিচালনা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাই সংক্রান্ত অভিযোগ ও মামলা থাকার তথ্যও পুলিশ নিশ্চিত করেছে।
ইপিজেড থানা পুলিশ জানায় সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের মাধ্যমে ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করে চক্রটির অন্যান্য সদস্য ও তাদের অপরাধ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এদিকে স্থানীয় এলাকাবাসী ইপিজেড থানা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।তারা বলছেন নিয়মিত ও কার্যকর অভিযানের মাধ্যমে ছিনতাই চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।এলাকাবাসী নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।



