
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: উপমহাদেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধ সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র নেতৃবৃন্দ সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতার জন্য মেয়রের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমিতি সূত্রে জানা যায়, গত ১ ও ২ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে প্রয়াত ত্রয়োদশ সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর পুণ্যস্মৃতি স্মরণে দুই দিনব্যাপী জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজিত হয়। এই বিশাল আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যপক সহযোগিতা প্রদান করে।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জানান, মেয়রের আন্তরিক নির্দেশনায় অনুষ্ঠানস্থলে জেনারেটর সরবরাহ, ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানির ট্যাংক, হ্যালোজেন লাইট স্থাপন এবং পরিচ্ছন্নতা কর্মী ও কনজারভেন্সি টিমের মাধ্যমে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা হয়েছিল। এসব সুবিধাসমূহ প্রদান করার ফলে আগত হাজারো পুণ্যার্থীর ভোগান্তি লাঘব হয়েছে এবং অনুষ্ঠানটি সার্থক হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি আশ্বাস দেন যে, বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন এবং যে কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক, প্রধান সমন্বয়কারী রোটারিয়ান পংশু বড়ুয়া এবং অর্থ ও সম্পদ সম্পাদক রনি কুমার বড়ুয়া। এছাড়াও সমিতির অন্যান্য নির্বাহী ও সহায়ক সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



