অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভপ্রতারনাপ্রশাসনবরিশালবরিশাল বিভাগবাংলাদেশবিভাগ

বিয়ের প্রলোভনে প্রতারণা ও যৌন নিপীড়নের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

বরগুনা প্রতিনিধিঃ বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন ও পরবর্তীতে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বরগুনা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী নারী বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে অনশন করেন। এ সময় ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ করে বারবার এসপির কার্যালয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার বা সুরাহা পাননি তিনি।

অভিযোগকারী মোসা. তাসলিমা আক্তার (সাথী) নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত ছালাম মিয়ার মেয়ে। সামাজিকভাবে তার বিয়ে হয় বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের আলামিনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার থেকে পাঁচ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এই পারিবারিক দুর্বলতার সুযোগ নিয়ে ভোলা জেলার আলিনগর ইউনিয়নের সাছিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং বরগুনা জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল মো. শাহিন আজাদ (ব্যাচ নং–১১৩৯) তাকে বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে ওই আশ্বাসের ভিত্তিতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং পরবর্তীতে তিনি যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

মোসা. তাসলিমা আক্তার সাথী জানান, ঘটনার পর তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার বা সুরাহা পাননি। বিচার না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে দাবি করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button