দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ বেলাল হোসেন
দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে আজ ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এ প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট দশটি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।পাশাপাশি সুসজ্জিত ও বর্ণিল বাদক দলের সুশৃঙ্খল পরিবেশনা পুরো প্যারেডকে আরও আকর্ষণীয় করে তোলে।মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ হারেজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), দিনাজপুর,যিনি দক্ষতার সঙ্গে প্যারেড পরিচালনা করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট, ড্রিল ও শৃঙ্খলার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।এ সময় তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুলস অনুসরণ, সময়ানুবর্তিতা ও পেশাগত আচরণের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, একটি শৃঙ্খলাবদ্ধ ও ফিট পুলিশ বাহিনীই জনগণের আস্থা অর্জনের মূল ভিত্তি।তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন,জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাগত দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সততা,নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য জেলা পুলিশের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য এ মাস্টার প্যারেড জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি,শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



