সড়ক দূর্ঘটনা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসচাপায় কলেজছাত্রী নিহত, চার দিন পর মামলা এখনো গ্রেপ্তার নেই

মো. রাজন পাটওয়ারী

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসচাপায় নিহত কলেজছাত্রী রাহেলা আক্তার শান্তার মৃত্যুর ঘটনায় চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে নিহত শিক্ষার্থীর বাবা মো. শামছুল হুদা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

মামলায় ‘আইদি পরিবহন’-এর একটি বাসের চালকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় রুজু করা হয়। মামলার নম্বর ৪৭। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর কুমিল্লা ব-১১-০৩৭৩।

পুলিশ সূত্র জানায়, গত ৭ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী দ্রুতগতির ‘আইদি পরিবহন’-এর একটি বাস সজোরে ধাক্কা দিলে রাহেলা আক্তার শান্তা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির মো. শামছুল হুদার মেয়ে। তিনি শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন,
“বাসচাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, ঘটনার পরদিন রাহেলার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button