দুর্ঘটনা

বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন নিহত, আহত ১৫

আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারীতে আজ সোমবার দুপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় ডোবরা জনতা জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা ঘটেছে সোতাশী রেলক্রসিংয়ে। নিহতরা হলেন ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। আহতদের মধ্যে রয়েছেন চরবহ্নি গ্রামের হামজালা, রেখা বেগম, সুবুরন বেগম, আবু বকর ও দুই শিশু বাবুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফেরছিলেন। পথে সোতাশী রেলক্রসিংয়ে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় দুই ভাই ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, “তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button