অভিযানআইন-শৃঙ্খলারাজনীতি

যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: ব্যাখ্যা দিল বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)-এর মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,অভিযান চলাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে।

অভিযান শেষে হঠাৎ আটক ব্যক্তি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন বলে জানায় সেনাবাহিনী।তাৎক্ষণিকভাবে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অন্য কোনো অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button