কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানার এসআই এহেছান মাহাবুবের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ ইং) কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে কোতোয়ালী থানার মামলা নং ২৫, তারিখ ১৩/০১/২০২৬ ইং, ধারা ৩৭৯ পেনাল কোডে রুজুকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বেলাল (৪৫), পিতা–মৃত রাজামিয়া, মাতা–মৃত আছিয়াখাতুন, সাং ১৭৩ দারোগারহাট, কমিশনারগলি, রাজামিয়ার বাড়ি, ৩০ নং ওয়ার্ড, থানা–সদরঘাট, জেলা চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত একটি ১০০ সিসির প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মোঃ বেলাল দীর্ঘদিন ধরে চোর চক্রের সঙ্গে জড়িত থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় জব্দ দেখানো হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।



