অন্যান্যপ্রশাসন

প্রচণ্ড মাথাব্যথায় আক্রান্ত হয়ে বাঞ্ছারামপুর ইউএনও চাঁদপুরের কন্যা ফেরদৌস আরার মা’রা গেছেন

রাজন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে প্রশাসনসহ স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, মঙ্গলবার হঠাৎ করে তার তীব্র মাথাব্যথা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

মরহুম ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের একজন মেধাবী প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন। তার কর্মজীবনের সূচনা হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে। সর্বশেষ চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিজীবনে ফেরদৌস আরার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষক স্বামীর সহধর্মিণী এবং এক কন্যা সন্তানের জননী।

তার অকাল মৃত্যুতে সহকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button