নির্বাচনরাজনীতি

ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রচার উপ-কমিটির সভা: তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও সুষ্ঠু নির্বাচনের দাবি

রোমানা, ঢাকা (পল্টন): ঢাকা-১৭ সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে ‘ডোর টু ডোর’ নির্বাচনী প্রচারনা উপ-কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। ঢাকা-১৭ আসনের প্রচার উপ-কমিটির আহবায়ক জনাব মো: ফয়েজ উল্লাহ ইকবালের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি: জামাল হোসেনের সঞ্চালনায় সভায় কমিটির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, চলমান সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। এসময় তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button