রাজধানীর বনশ্রীতে সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সাকিবুর রহমান (৩৪) ও মোঃ সাইদুল (৩৬)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ভয়াবহ সব সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
- ১টি পিস্তল ও ১টি রিভলবার
- ৩টি ম্যাগাজিন ও ২২১ রাউন্ড এমুনিশন
- ১০টি দেশীয় অস্ত্র
- ৫৭৯ পিস ইয়াবা, ৭১ গ্রাম কোকেন ও ১০৬ গ্রাম হিরোইন
- নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদি


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের কঠোর অভিযান ভবিষতেও অব্যাহত থাকবে। এছাড়া, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য পাওয়ার সাথে সাথে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।



