অপরাধআইন-শৃঙ্খলা

চট্টগ্রামে ৩৪ মামলার আসামি বার্মা সাইফুল গ্রেপ্তার স্বর্ণের বার দস্যুতা ও পাঠাও চালক হত্যা মামলার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর পুলিশের একটি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়েজিদ বোস্তামি এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ৩৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে তার সহযোগীসহ রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।একই সঙ্গে পাঁচলাইশ মডেল থানার অভিযানে তার আরও দুই ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার এবং বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।

বুধবার এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্ মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি জানান মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় তদন্ত পরিচালনা করে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের সম্পৃক্ততার তথ্য পায়।গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ ইং ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের নিয়ে স্বর্ণের বার দস্যুতার ঘটনায় লুণ্ঠিত অবশিষ্ট ৬টি স্বর্ণের বার উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের একপর্যায়ে আসামি শিহাব উদ্দিনের হেফাজত থেকে ওই ঘটনায় ব্যবহৃত একটি ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ঘটনায় পাঁচলাইশ থানার মামলা নম্বর ০১ তারিখ ০৫ জানুয়ারি ২০২৬ ইং ধারা ৩৯৪ পেনাল কোডে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, প্রতারণায় ২টি, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ৫টি, অপহরণে ১টি, দস্যুতায় ১টি, বিশেষ ক্ষমতা আইনে ৩টি, বিস্ফোরক আইনে ২টি এবং মারামারি ও জখম সংক্রান্ত ১৮টিসহ মোট ৩৪টি মামলা রয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি রয়েছে।তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারণায় ৫টি ও দস্যুতায় ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য স্বর্ণের বার লুণ্ঠণের ঘটনায় এ পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৯টি স্বর্ণের বার মোট ২৯০ ভরি ও ঘটনায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মোহাম্মদ রিয়াদ হোসেন (২৮) ও মোহাম্মদ মীর হোসেন প্রকাশ লিংকন (৩১)। দীর্ঘদিন ধরে তারা বার্মা সাইফুলের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধে জড়িত ছিল।

পুলিশ জানায় মোহাম্মদ রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি এবং মোহাম্মদ মীর হোসেন প্রকাশ লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি,দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। তাদের উভয়কেই যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক ওজিয়র রহমান হত্যা মামলার রহস্যও উদঘাটন করেছে সিএমপি। ভিকটিম ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের আগে অজ্ঞাত স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীতে পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় বন্দর থানার একাধিক চৌকস টিম গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং.ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন (৪৫) কে গ্রেপ্তার করে।তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি ও ভিকটিমের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় ইয়াবা সেবনের সময় ভিকটিমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে ভিকটিমের মৃত্যুর খবর জানতে পারে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় ১ জানুয়ারি ২০২৬ ইং. থেকে ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত সিএমপির ধারাবাহিক অভিযানে ১৪ জন শীর্ষ সন্ত্রাসী, ২০১ জন ছিনতাইকারী, ৩৩ জন চাঁদাবাজ, ২১০ জন কিশোর গ্যাং সদস্য এবং ৩৫৭ জন ডেভিল হান্ট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সিএমপি জানিয়েছে চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button